‘ব্যর্থ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
ক. বি+অর্থ
খ. ব্য+অর্থ
গ. ব্য+র্থ
ঘ. বি+র্থ
সঠিক উত্তর: ক. বি+অর্থ
ব্যাখ্যা: স্বরসন্ধির ক্ষেত্রে ‘ ্য (য-ফলা) অথবা ‘য’ থাকলে সন্ধি
বিচ্ছেদের সময় ‘ই/ঈ’ হয় । যেমন:
ইত্যাদি = ইতি + আদি
মস্যাধার =
মসী + আধার
অত্যাচার = অতি + আচার
জাত্যভিমান = জাতি + অভিমান